‘গো শেয়ার অ্যান্ড উইন এ ব্র্যান্ড নিউ জিএস ১৫০আর’ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্প্রতি পুরস্কৃত করেছে মোটরবাইক ব্র্যান্ড সুজুকির বাংলাদেশ বিপণন প্রতিনিধি র্যাংকন মোটর বাইকস লিমিটেড। প্রাথমিকভাবে বিজয়ী হিসেবে একজনকে বেছে নেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দুজন প্রতিযোগীকে বিজয়ী করে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। বিজয়ীরা হলেন আমাদ উদ্দিন ও তানভির রায়হান। সম্প্রতি রাজধানীর সুজুকি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিজস্ব ফ্ল্যাগশিপ শোরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগ প্রধান সামিউল আলম এবং বিপণন বিভাগ প্রধান নাভিদ ইয়াকুব।
সুজুকির ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ
