প্রিন্ট করুন প্রিন্ট করুন

সুনামগঞ্জে দুই দিনের সাহিত্য মেলা উদ্বোধন

প্রতিনিধি, সুনামগঞ্জ : বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় সুনামগঞ্জে দুই দিনের সাহিত্য মেলা উদ্বোধন করা হয়। গতকাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ  মেলা উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

এ সময় উপস্থিত ছিলেন জেলার কবি সাহিত্যিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।