নিজস্ব প্রতিবেদক: আগের দিনের মতো গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১ শতাংশ সিকিউরিটিজের দর বাড়ায় সূচকের উত্থান হয়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে প্রায় ৫৫৯ কোটি টাকার লেনদেন বেড়েছে। তবে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৮৮ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৯৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে দুই হাজার ২৪৪ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ২১ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৫৪৯টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ২৪৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ২১৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি অব বাংলাদেশ (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৯৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬৩ কোটি ১৬ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬১ কোটি ৬৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৫৩ কোটি ১ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লুব রেফ বাংলাদেশ লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪২ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১১ হাজার ২৭০ দশমিক ১৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭১ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮০৪ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫৭টির দর।