নিজস্ব প্রতিবেদক: গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা তৃতীয় দিনের মতো গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৪১৫ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে এক হাজার ৪০৫ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে দুই হাজার ২৫৮ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১৮ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৭৫৯টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৩০৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ২১৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি অব বাংলাদেশ (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১০৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৮০ কোটি ৩৯ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৮০ কোটি ৩০ লাখ টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫১ কোটি ১০ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে দেশ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯ দশমিক ৫৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৫ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১১ হাজার ৩৩৮ দশমিক ৭০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৮ হাজার ৯১৮ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ১০১টির দর।