নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও লেনদেনে পতন অব্যাহত রয়েছে। তবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫০০ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে এক হাজার ৪২৮ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ৩১৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ১৬ কোটি ২৬ লাখ টাকা। এদিন ১৬ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৯৪৫টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৭৮৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল ১৯৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৮৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৮৩ কোটি ৯১ লাখ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ কোটি ৯৩ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৯ কোটি ৮৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৭২ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ২৩ কোটি ৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২২ কোটি ৫৮ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২২ কোটি ৩৫ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২১ কোটি ৬২ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এর পরের অবস্থানে থাকা দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ১০ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৯ দশমিক ৭৬ শতাংশ, নাভানা সিএনজি লিমিটেডের ৯ দশমিক ৭৬ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৯ দশমিক ৫৪ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৮ দশমিক ৮১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬৫ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৬০ দশমিক ১৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১০ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১৯ হাজার ১২১ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত ছিল ১০৫টির দর। সিএসইতে এদিন ১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।