নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনে মতো গতকালও ডিএসইর লেনদেনের পতন হয়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২৮৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ২৩৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৬০০টি শেয়ার ৯৩ হাজার ৪৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৪ কোটি ১৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩৪ কোটি ৮৯ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪ কোটি ৯ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩১ কোটি ৫৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২২ কোটি ৭১ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৯ কোটি ৭৯ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৪ কোটি ৫৫ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৪ কোটি ২০ লাখ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫ দশমিক ৩৩ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ দশমিক ৫২ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩ দশমিক ৬৭ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩ দশমিক ০৬ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ২ দশমিক ৭১ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ২২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১ দশমিক ৫৪ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১ দশমিক ৩৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ১১ হাজার ১১৪ দশমিক ৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৪০ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টির দর। গতকাল সিএসইতে মোট ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৩০ লাখ টাকা।