প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের উত্থান হলেও ডিএসইর লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান হলেও আগের দিনের চেয়ে প্রায় ৭৩ কোটি টাকা কমে মোট লেনদেন এক হাজার ১০০ কোটি টাকার নিচে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ৩২৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭০ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক তিন দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৮ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৩ কোটি ৩৭ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৩৯টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ কোটি ৯৪ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ কোটি ৫৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৭ কোটি ৩২ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৭ কোটি ২৩ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭ কোটি ১৭ লাখ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ২৬ কোটি ৭৩ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২৩ কোটি ৭৪ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২ কোটি ৯৮ লাখ এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৬ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ১০ শতাংশ এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫১ দশমিক ৪৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৩৭ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১০১টির দর। সিএসইতে গতকাল মোট ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৫ কোটি ১ লাখ টাকার।