Print Date & Time : 23 June 2021 Wednesday 6:44 pm

সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন

প্রকাশ: April 13, 2021 সময়- 12:11 pm

নিজস্ব প্রতিবেদক:

সর্বাত্মক লকডাউনের আগে পুঁজিবাজারে সর্বশেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।