প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের পতন অব্যাহত থাকলেও ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন অব্যাহত রয়েছে। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ছয় হাজার ২৬৭ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে এক হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ কমে দুই হাজার ২১৯ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৭ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ২৭০টি শেয়ার ৯১ হাজার ৫৪০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৬১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৩৪ কোটি ৩৮ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৮ কোটি ১৬ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৭ কোটি ১৫ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫ কোটি ৮৬ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২০ কোটি ৫৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ১২ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ কোটি ৯৯ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৫ কোটি ৭০ লাখ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৬ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৪ দশমিক ৪২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৫৫ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৬৭ শতাংশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১১ হাজার ৯৭ দশমিক ৭৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১৮ হাজার ৫১৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর। গতকাল সিএসইতে মোট ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৮৮ লাখ টাকা।