নিজস্ব প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ছয় হাজার ২৭৮ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে এক হাজার ৩৭০ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে দুই হাজার ২২৫ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৫৩৭টি শেয়ার ৯৮ হাজার ৪২৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭০টির দর।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১১ হাজার ১০৯ দশমিক ৬৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১৮ হাজার ৫৩৩ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির দর। গতকাল সিএসইতে মোট ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ৫৩ লাখ টাকা।