নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন হলেও আগের দিনের চেয়ে প্রায় ১৯০ কোটি টাকা বেড়ে মোট লেনদেন এক হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৮ পয়েন্ট কমে ছয় হাজার ৩০৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১ হাজার ৩৬৯ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ১৯৫ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৮৯ কোটি ৭১ লাখ টাকা বেড়েছে। এদিন ২৩ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৪৩১টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৬৫৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ১৯১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৫ কোটি ৩৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩০ কোটি ৫০ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২৪ কোটি ৮১ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৪ কোটি ৭১ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ২৪ কোটি ২৩ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০ কোটি ৯৪ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ কোটি ৭২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২০ কোটি ২৯ লাখ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮১ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৪৫ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ দশমিক ৮৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ০৯ শতাংশ এবং সুহƒদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২৬ দশমিক ৯২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৯৬ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১১০টির দর। সিএসইতে গতকাল মোট ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৯ কোটি ৬১ লাখ টাকার।