প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের পতন হলেও ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে ছয় হাজার ৫১৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে এক হাজার ৪২১ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩৫ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমে দুই হাজার ৩২৯ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা। এদিন ৩১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৩২৬টি শেয়ার ২ লাখ ৬২ হাজার ৩৩৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পনিটির ১৭৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ১১৪ কোটি ৫৯ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৯৭ কোটি ৬৫ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ৮৪ কোটি ৪৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬২ কোটি ৭ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫৮ কোটি ৪২ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৭ কোটি ৭৬ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৪১ কোটি ৯৭ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪১ কোটি ১৬ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ৯ দশমিক ৩৮ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৮ দশমিক ৭২ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯৭ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ১১ হাজার ৪৯৮ দশমিক ২৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ১৯ হাজার ১৮৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির দর। সিএসইতে এদিন ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।