প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের সামান্য উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। তবে গতকাল ডিএসইতে সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২৩২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৯ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে দুই হাজার ২০২ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৫ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৯৪টি শেয়ার ৯৯ হাজার ১০২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ২১৬টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৮ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৯ কোটি ৫৫ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ৯৪ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৫ কোটি ৪ লাখ এবং ইন্ট্রাকোর ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে আমরা নেটওয়ার্কস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৮ দশমিক ৬৩ শতাংশ, বিডিকম অনলঅইন লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ৩৭ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১১ হাজার ২৫ দশমিক ৪৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪০২ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৮ লাখ টাকার, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ২২ লাখ টাকার।