নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে এদিন সামান্য লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ছয় হাজার ২২২ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ২২০ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪ কোটি ৯৫ লাখ টাকা বেড়েছে। এদিন ৫ কোটি ২১ লাখ ৯০ হাজার ১৬৫টি শেয়ার ৮৩ হাজার ৩৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ২২৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ কোটি ৩৫ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২০ কোটি ৫৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ১১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ৫ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১২ কোটি ৫৫ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১১ কোটি ৬৪ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১১ কোটি ৫৭ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১১ কোটি ১৯ লাখ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ দশমিক ১৮ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৬ দশমিক ৮০ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৬ দশমিক ৫৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৬ দশমিক ৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৬১ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫ দশমিক ১১ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪ দশমিক ৪৮ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪ দশমিক ২১ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ১৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ০৫ শতাংশ, এর পরের অবস্থানে থাকা ব্যাংক এশিয়া লিমিটেডের শূন্য দশমিক ৯৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের শূন্য দশমিক ৯২ শতাংশ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৭১ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ১১ হাজার ২০ দশমিক ৪৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩৮২ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ৯৫টির দর। সিএসইতে গতকাল মোট ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ২৭ লাখ টাকার।