নিজস্ব প্রতিবেদক:সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানপতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৫৩ পয়েন্ট কমে ছয় হাজার ২১৮ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক শূন্য চার পয়েন্ট কমে ২ হাজার ২২১ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক শূন্য চার পয়েন্ট কমে দুই হাজার ২২১ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬৯ কোটি ৯ লাখ টাকা কমেছে। এদিন ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার ৯২৩টি শেয়ার ৫২ হাজার ৮৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ১৫২টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৪৮ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ কোটি ৯৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৬৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৮ কোটি ১৫ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ৮ কোটি তিন লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৭ কোটি ৬৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাত কোটি ৫৭ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৬ কোটি ৮১ লাখ এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৫ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৪৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৩ দশমিক ৪৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ২৬ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৩ দশমিক ০৯ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩ দশমিক ০৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২ দশমিক ২৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২ দশমিক ০৭ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ দশমিক ০২ শতাংশ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের এক দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক শূন্য দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫ দশমিক ৫৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৬০ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির দর। গতকাল সিএসইতে মোট ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২ কোটি ৮৩ লাখ টাকার।