প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা দেয়। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন ৭১ কোটি টাকা বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ছয় হাজার ১৮০ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে এক হাজার ৩৫২ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে দুই হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ১২টি শেয়ার ৪০ হাজার ৭৩৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৮ কোটি ৫৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ৫২ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ কোটি ৪৫ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭ কোটি ৮৬ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৬ লাখ, ওরিয়ন ইনফউশনস লিমিটেডের ৪ কোটি ৯৪ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৬ দশমিক ৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ১৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১ দশমিক ৬৩ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১০ হাজার ৯৫১ দশমিক ৯৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৮ হাজার ২৭৯ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। গতকাল সিএসইতে মোট ২২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ২৪ কোটি ১৪ লাখ টাকা।