নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কমে ছয় হাজার ১৯১ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে এক হাজার ৩৫২ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে দুই হাজার ১৯১ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৫ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৬৮০টি শেয়ার ৮৮ হাজার ২৪৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ১৬৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২১ কোটি ১২ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৮ কোটি ২৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৯৯ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৬ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১১ কোটি ৭১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১০ কোটি ৯৮ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১০ কোটি ৫৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১০ কোটি চার লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৫ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ই-জেনারেশন লিমিটেডের ৪ দশমিক ০৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩ দশমিক ৯৬ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩ দশমিক ৪০ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ২ দশমিক ৯৪ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার দুই দশমিক ২ দশমিক ৮৪ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের দুই দশমিক ৮৩ শতাংশ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৬৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১০ হাজার ৯৬৮ দশমিক ১৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ কমে ১৮ হাজার ৩০১ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। গতকাল সিএসইতে মোট ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৩২ লাখ টাকা।