নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় ৩৪৪ কোটি টাকা কমে মোট লেনদেন ৬০০ কোটি টাকার নিচে নেমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ছয় হাজার ২৬৫ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৭ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে দুই হাজার ২০৮ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৯ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৯৮১টি শেয়ার এক লাখ ২৫ হাজার ৬২২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ১৮৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২৬ কোটি ৩৭ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৫ কোটি ৯৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪ কোটি ৬০ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ২০ কোটি ৪৯ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২০ কোটি ৭ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৮ কোটি ২৫ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৭ কোটি ২১ লাখ, বিডিকম অনলঅইন লিমিটেডের ১৩ কোটি ৯৮ লাখ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭২ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭ দশমিক ৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫ দশমিক ৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৫ শতাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৩৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ১১ হাজার ৭২ দশমিক ৩৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ১৮ হাজার ৪৭৬ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত ছিল ৮৯টির দর। গতকাল সিএসইতে মোট ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৭ কোটি ৯০ লাখ টাকা।