নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে আগের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন কমেছে প্রায় ১৭২ কোটি টাকা। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ছয় হাজার ২৮০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৯ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে দুই হাজার ২২৮ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৬৮১টি শেয়ার এক লাখ এক হাজার ৪৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ১৬৫টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫৩ কোটি ৪৭ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪১ কোটি ৭৩ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩৩ কোটি ৯২ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৬ কোটি ৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪ কোটি ৭০ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৯ কোটি ৭০ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৮ কোটি ৯৪ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৬ কোটি ৬৬ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ দশমিক ০১ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকারিং কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৮০ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৯৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২ দশমিক ৯৮ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ দশমিক ৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২ দশমিক ৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ দশমিক ৪১ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ১ দশমিক ৮৬ শতাংশ এবং সমতা লেদার কমেপ্লক্স লিমিটেডের ১ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩১ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ১১ হাজার ১১০ দশমিক ৮৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ কমে ১৮ হাজার ৫৩৪ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৬২টির দর। গতকাল সিএসইতে মোট ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৭ কোটি ৬০ লাখ টাকা।