নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে গতকাল ডিএসইর লেনদেন সামান্য বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ছয় হাজার ২১৮ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে এক হাজার ৩৫৯ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে দুই হাজার ২২১ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪১ কোটি ৫৬ লাখ টাকা বেড়েছে। এদিন ৪ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৫০৪টি শেয়ার ৬৩ হাজার ৩৯৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত ছিল ১৪১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি সাত লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৩ কোটি ৪৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৬ কোটি ৭১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি দুই লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ৯ কোটি ৫১ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৯ কোটি ৪৩ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৮ কোটি ৯৯ লাখ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৮ কোটি ৪৮ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ২ দশমিক ৩৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের ১ দশমিক ৯২ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ দশমিক ৮৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ১ দশমিক ৪৩ শতাংশ, ওয়ান ব্যাংক লিমিটেডের শূন্য দশমিক ৮৭ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৫৫ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেডের শূন্য দশমিক ৩৬ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের শূন্য দশমিক ২৯ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শূন্য দশমিক ২৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১১ হাজার ৫ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১৮ হাজার ৩৬০ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ৪০টির দর। গতকাল সিএসইতে মোট ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ৪৯ লাখ টাকার।