নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে এদিন লেনদেন বেড়েছে ১১১ কোটি টাকা। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ছয় হাজার ১৯৬ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৭ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দুই হাজার ২০৬ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১১০ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে। এদিন ৫ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৯৩২টি শেয়ার ৮৫ হাজার ৩৯৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৯৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ২১ কোটি ৬৬ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ২১ কোটি ২৮ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৬ কোটি ৬২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৫ কোটি ৮২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৫ কোটি ৬০ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ২১ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ১৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৬৩ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ১০ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৫৪ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেডের ৮ দশমিক ৪৪ শতাংশ এবং এপেক্স ট্যানারি লিমিটেডের ৮ দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৮১ শতাংশ, এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩ দশমিক ০৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৮৯ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ২ দশমিক ৫০ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের ১ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১০ হাজার ৯৫৬ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১৮ হাজার ২৭৭ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। সিএসইতে গতকাল মোট ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৪ কোটি ২২ লাখ টাকার।