প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচকের সামান্য উত্থান হলেও ডিএসইর লেনদেন ২৬ শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থান দেখা গেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ছয় হাজার ২৬৩ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৫ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দুই হাজার ২১১ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫০৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে ১৮৩ কোটি টাকার বা ২৬ দশমিক ৪৩ শতাংশ লেনদেন কমেছে। এদিন ৭ কোটি ৯২ লাখ ১১ হাজার ৯৫০টি শেয়ার এক লাখ ১৭ হাজার ৩৭৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৯ কোটি ১৩ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯ কোটি ১২ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৭ কোটি ৫০ লাখ, বসুন্ধরা পেপার মিলস রিমিটেডের ১৭ কোটি ১১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ১৫ কোটি ৬৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৬৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ কোটি ৬৪ লাখ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৪৩ লাখ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৮ দশমিক ৪৪ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৫১ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৭ দশমিক ২৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৫ দশমিক ৯২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৯৯ শতাংশ, কোহিনুর কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৬৯ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৬৪ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪ দশমিক ২৯ শতাংশ এবং তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪ দশমিক ০৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ১১ হাজার ৬৩ দশমিক ১৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪৫৭ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির দর। গতকাল সিএসইতে মোট ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ২ লাখ টাকা।