প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচক উত্থানের পাশাপাশি ডিএসইতে ১২০ কোটি টাকার লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন প্রায় ১২০ কোটি টাকা বেড়েছে। তবে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ছয় হাজার ২৩৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে দুই হাজার ২০৫ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৬ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ১৬টি শেয়ার ৭০ হাজার ৪৬০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত ছিল ২৪৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সালভো কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৪ কোটি ৮৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৩২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৬৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ৩০ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১৩ কোটি ৩০ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৩ কোটি এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ১১কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের ৮ দশমিক ২০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়েছে। এছাড়া মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৬ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২০ দশমিক ০৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৭ দশমিক ৮৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩৭১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭১ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৬ লাখ টাকার।