প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচক উত্থানের পাশাপাশি ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল প্রায় ২০০ কোটি টাকার লেনদেন বাড়ায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২৫০ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে দুই হাজার ২০৮ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১২ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৬৫৯টি শেয়ার এক লাখ ৬৪ হাজার ২২১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত ছিল ১৯০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৬৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন ৪২ কোটি ৫৮ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩১ কোটি ৮৫ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩১ কোটি ৫৪ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২৫ কোটি ৪২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৯ কোটি ৮২ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৯ কোটি ৬০ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৯ কোটি ৪৫ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ৪০ লাখ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৮ দশমিক ৬৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৮৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৭৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৭০ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৭ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৫ দশমিক ৯৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪৩১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির দর। গতকাল সিএসইতে মোট ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৫ কোটি ২৬ লাখ টাকা।