নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান দেখা গেছে। তবে এদিন লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২১৫ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে দুই হাজার ২১৮ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪১ কোটি ৫১ লাখ টাকা কমেছে। এদিন ৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯৬৬টি শেয়ার ৬৩ হাজার ৭৪১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৩৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৬ কোটি ৭২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১৪ কোটি ৫৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ১৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৭৬ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৮৪ লাখ, আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ৮ কোটি ২১ লাখ জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৭ কোটি ৪৬ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৬ কোটি ৯৭ লাখ, এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ৭০ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৬ দশমিক ৩৩ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৬৭ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫ দশমিক ৬৫ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ১৫ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ দশমিক ২০ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেডের তিন দশমিক ৩০ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন দশমিক ২৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ, এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১ দশমিক ৩৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১ দশমিক ২৪ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ১ দশমিক ২৩ শতাংশ এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ১ দশমিক ২১ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৪ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১১ হাজার ১৪ দশমিক ৪৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩৭৪ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির দর। সিএসইতে গতকাল মোট ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৯৭ লাখ টাকার।