প্রিন্ট করুন প্রিন্ট করুন

সূচক বাড়লেও ৩০০ কোটি টাকার নিচে নেমেছে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। তবে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৪ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে দুই হাজার ২০৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৩ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৪১২টি শেয়ার ৬৬ হাজার ৮৩৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ২২৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মুন্নু সিরামিকস লিমিটেডের ১২ কোটি ৪৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১১ কোটি ৪৯ লাখ, বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের ১১ কোটি ১৭ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ কোটি ২৫ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ, এমবি ফার্মা লিমিটেডের ৫ দশমিক ৭২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৫৯ শতাংশ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৫ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে ১১ হাজার দশমিক ২০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩৫৯ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকার, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকার।