শোবিজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল আলোচিত ছবি ‘দহন’। গত সোমবার সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত-সমালোচিত এ চলচ্চিত্র।
ছবিটির প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতা। পুরো ছবিতে থাকছে আগুন-সন্ত্রাসের ভয়ঙ্কর সব চিত্র। অন্যদিকে ছবিটির একটি গান নিয়েও ছিল কড়া সমালোচনা। তাই ছবিটির ছাড়পত্র পাওয়া না পাওয়া নিয়ে খানিক শঙ্কায় ছিলেন প্রযোজক ও সংশ্লিষ্টরা।
তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়ে সেন্সর বোর্ডের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ছবিটি দেখে। ২৬ নভেম্বর দিয়েছেন বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র। বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ছবিটি প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে বলেন, ‘একেবারেই নতুন ধাঁচের ছবি। এমন ছবি আরও হওয়া দরকার।’ বোর্ড সূত্রে আরও জানা গেছে, ছবিটির সমালোচিত গান ‘হাজির বিরিয়ানি’ গানটির কথায় আনা হয়েছে পরিবর্তন।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও আছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ। এদিকে ছবিটির প্রযোজক ও পরিবেশক আবদুল আজিজ জানান, ৩০ নভেম্বর ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে। তবে পর্যায়ক্রমে এটি দেশের দুই শতাধিক হলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যেও ছবিটি মুক্তির কথা রয়েছে।
