প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): গতকাল সোমবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিমা দিবস ২০২১ উদ্যাপিত হয়েছে। “বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” ও “মুজিববর্ষের অঙ্গীকার বিমা হোক সবার” সেøাগানকে সামনে রেখে বিমা দিবসের নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিমা কোম্পানির স্থানীয় শাখার উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কসহ বিভিন্ন সড়কে শাখা কার্যালয়গুলোর সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সৈয়দপুর শাখা ইনচার্জ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. তাজুল ইসলাম, পিপলস্ ইন্স্যুরেন্সের স্থানীয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মো. খুরশীদ আলম।