প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী):নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এমপ্যাথির উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর সরকারপাড়ায় সংগঠনের প্রধান কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমদাদ সিতারা খানের সহায়তায় হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। সংগঠনের তোফাজ্জল হোসেন লুতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ।
সৈয়দপুরে হুইলচেয়ার বিতরণ
