প্রিন্ট করুন প্রিন্ট করুন

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক তিন

 

সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ একটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে শনিবার সন্ধ্যায় আটক করেছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন উপজেলার ধলাগাছ সরদারপাড়ার আবদুল হামিদের ছেলে আমিনুল ইসলাম, রংপুরের মোমনপুরের সাহেব আলীর ছেলে মোছাদ্দেক হোসেন ও রংপুর সদর উপজেলার মৃত ইলিয়াস হোসেনের ছেলে মাসুদ রানা।

পুলিশ জানায়, আটকরা শনিবার সন্ধ্যায় একটি কালো রঙের ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে সৈয়দপুর শহরের জসিমবাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তারা সন্দেহজনক আচরণ করায় এলাকাবাসী পুলিশকে অবহিত করে। পরে সৈয়দপুর থানা পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে  সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।