প্রিন্ট করুন প্রিন্ট করুন

সোনালী পেপার ও খুলনা পাওয়ারের ঋণমান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ২’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২২ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করা কোম্পানিটির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫০৮ কোটি ৩ লাখ টাকা। কোম্পানির ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৯০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬৭ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৯৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।

সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আর ৩০ জুন ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেযারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৫ পয়সা (ঘাটতি)।

খুলনা পাওয়ার: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২২ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।