নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোক্তা এম.এ মান্নান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নিজের হাতে থাকা এক কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৬৩টি শেয়ারের মধ্য থেকে পাঁচ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক একচেঞ্জের মাধ্যমে এ শেয়ার বিক্রয় করবেন তিনি ।
উল্লেখ্য, সোশ্যাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির ৭৩ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ৬৪২ টি শেয়ারের মধ্যে ৩৩ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, ৩৩ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক পরিচালকদের হাতে, দশমিক ৪৮ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং ৩২ দশমিক ১৭ শতাংশ সাধারন বিনিয়োগকারীদের হাতে রয়েছে।