সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৭তম সভায় এ লভ্যাংশের সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। লভ্যাংশপ্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। জানানো হয়, আগামী ৩০ মার্চ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।