প্রতিনিধি, মৌলভীবাজার : “আমার মাটি, আমার মা, কেড়ে নিতে দিব না” এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ধানি জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান বধ্যভূমি সংলগ্ন ধানি জমিতে এই মানববন্ধনের আয়োজন করে বাগানের কৃষক ও চা শ্রমিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চা শ্রমিক বাসুদেব রায়, সন্তুস হাজরা, বাবুল দোষাদ, মূরালি হাজরা, কেসব বারই, জয়রাম হাজরা, জয়রাম তৈলী, বিষ্ণু হাজরা, দুলাল কাহার প্রমূখ।
চা শ্রমিক বাবুল দোষাদ বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী কথা দিয়েছেন চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না। যার যার জায়গা নিজেদের নামে করে দিবে, আজ কেনো চা শ্রমিদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণ করতে চায়। আমরা যাব কোথায়? প্রতি একটি ঘরে দুই তিনটি সংসার বসবাস করে আসছে, এক ঘরে গরু ছাগল নিয়ে ঘুমাতে হয়। এইদিকে ঘর বানাতে চাইলে বাগান ম্যানেজমেন্ট বাঁধা দেয়, আর অন্যদিকে প্রভাবশালীরা আমাদের ধানি জমি জোর করে অবৈধভাবে নিয়ে স্টেডিয়াম নির্মাণ করতে চায়।’
এসময় বক্তারা বলেন, ‘প্রায় দুইশো বছর ধরে এখানে আমরা চা শ্রমিকরা বসবাস করে আসছি। পাহাড় জঙ্গল কেটে ধান চাষ করে আসছি। আমরা এই জায়গা কেড়ে নিতে দিব না। এই জায়গা নিয়ে নিলে আমরা যাব কোথায়? আমরা কি করে চলব, কি করে খাবো। এই জায়গার নামে ২০১৫ সালে কোর্টে মামলা করা হয়েছে।’