নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের আদেশে বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা গেছে, এর আগে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৮ জানুয়ারি এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে এজিএমের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি উচ্চ আদালতে বিচারধীন। আগামী ১১ জানুয়ারি ওই বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কোম্পানির ১৬তম এজিএম স্থগিত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।