নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর আবেদন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিষয়টি ওই ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানায়। পরে বিনিয়োগকারীদের অবগতির জন্য ডিএসইর ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের বিবৃতিতে জানানো হয়েছে, বিএসইসি তাদের পত্রের মাধ্যমে জানিয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর আবেদনটি প্রক্রিয়াকরণে সংস্থাটি অক্ষম।
এর আগে, গত ২৬ জুন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেয়া হয়। তিন দিন পর ২৯ জুন ডিএসইর ওয়েবসাইটে বিষয়টি প্রকাশিত হয়।
বন্ডটি ৫০০ কোটি টাকার হওয়ার কথা ছিল, যার মেয়াদ নির্ধারণ করা হয় সাত বছর। এটি আনসিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডিমেবল এবং ফ্লোটিং রেট প্রকৃতির বন্ড হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, বন্ডটি টিয়ার-২ নিয়ন্ত্রক মূলধন হিসেবে বিবেচিত হয়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হওয়ার কথা ছিল, যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কার্যকর হতো।
প্রিন্ট করুন






Discussion about this post