ব্যাংক এশিয়ায় কর্মরত নারী কর্মীদের জন্য ‘মিথ অব ব্রেস্ট ক্যানসার’ নামে স্তন ক্যানসারের ওপর সচেতনতামূলক একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যাংক এশিয়া। স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উপলক্ষে গত শনিবার অনুষ্ঠিত ভার্চুয়াল এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক তানিয়া নুসরাত জামান। অনুষ্ঠানের রিসোর্স পারসন ছিলেন ভারতের বেঙ্গালুরুর সাইটেকেয়ার ক্যানসার হাসপাতালের ডা. পুভামা সিইউ এবং ডা. রাঘাবেন্দ্রে বাবু। সাইটেকেয়ার হাসপাতাল ও মেডিএইডার লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সাইটেকেয়ার হাসপাতালের সিইও সুরেশ রামু ও মেডিএইডারের চেয়ারম্যান শেখ শায়ের হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্তন ক্যানসার বিষয়ে ব্যাংক এশিয়ার সচেতনতামূলক অনুষ্ঠান
