নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকসের পরিচালক হুমায়ুন কবিরকে দুই কোটি ৩২ লাখ ১৫ হাজার ৬৯৬টি শেয়ার উপহার দিচ্ছেন তার স্ত্রী মিসেস আরিফা কবির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সূত্রমতে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে তার স্ত্রী আরিফা কবির দুই কোটি ৩২ লাখ ১৫ হাজার ৬৯৬টি শেয়ার উপহার দিচ্ছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৯ পয়সা। কর-পরবর্তী মুনাফা হয়েছে ২১ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। ২০১৫ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছর ছিল ২৩ শতাংশ নগদ। ইপিএস ছিল দুই টাকা ৫৭ পয়সা এবং এনএভি ছিল ২৮ টাকা ৬৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা পাঁচ পয়সা ও ২৬ টাকা ৮৯ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল ১৯ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা, যা আগের বছর ছিল ২৩ কোটি ছয় লাখ ১০ হাজার টাকা।
সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৮ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে ৩২ লাখ ৩০ হাজার ৮৬৩টি শেয়ার মোট এক হাজার ৫৯ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় কোটি ছয় লাখ ৭৭ হাজার টাকা। শেয়ারদর সর্বনিম্ন ৪৮ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ৫৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, যা এর আগের বছরের একই সময় ৬২ পয়সা ছিল।