প্রিন্ট করুন প্রিন্ট করুন

স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা ও প্রাইম ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আজ থেকে। কোম্পানি দুটি হলো গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ মার্চ রোববার। আর এ রেকর্ড ডেটের আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও আগামীকাল কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। আর এ রেকর্ড ডেটের আগের ৯ কার্যদিবস অর্থাৎ আজ থেকে ১৩ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

গ্রীন ডেল্টা কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা আট পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৩ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৮৫ পয়সা ও ৭০ টাকা ৫৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল ১১টায় স্পেকট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, বাড়ি নং-১৯, সড়ক নং-৭, গুলশান-১, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের জন্য কোম্পানি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ওই সময় কোম্পানিটির ইপিএস ছিল তিন টাকা পাঁচ পয়সা এবং এনএভি ৭৩ টাকা ৮৭ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল ২৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাতে ২০ দশমিক এক এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ১৯ দশমিক ৯ শতাংশ। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮০ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৯৫ কোটি ৮৯ লাখ টাকা।

গতকাল এ শেয়ারদর দশমিক ১৬ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়, যার সর্বদের ছিল ৬১ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে শেয়ারটির দর ৬১ থেকে ৬১ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। ওইদিন কোম্পানির ৩৭ হাজার ৬৪১টি শেয়ার ৬৬ বার হাতবদল হয়, যার বাজারদর ২৩ লাখ ছয় হাজার টাকা।

গত এক বছরে শেয়ারদর ৪১ টাকা ৩০ পয়সা থেকে ৬৭ টাকায় ওঠানামা করে।

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সাল থেকে কোনো ডিভিডেন্ড না দেওয়ায় বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি। ওই বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ৪৮ পয়সা এবং এনএভি ১০ টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ৫৩ পয়সা ও ১৩ টাকা ৬৯ পয়সা। আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর-১৪, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা।