নিজস্ব প্রতিবেদক : কভিড মহামারি সময়ে পুরো বিশ্ব স্থবির হওয়ায় প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। যার আচ লাগে বাংলাদেশের অর্থনীতিতেও। তবে বাংলাদেশে অর্থনীতি খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠাগুলো যুগোপযোগী পদক্ষেপ নেয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক অন্যতম। করোনাকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ সম্পর্কিত নীতিমালা বেশ প্রশংসিত হয়েছে। আর এ নীতিমালা তৈরিতে ভূমিকা রেখছেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তপাদার। তার এ অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বর্ণপদক পুরস্কার লাভ করেন।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। এর ধারাবাহিকতায় এবার ২০২০ ও ২০২১ সালের কাজের জন্য ৩৩ জন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ডেপুটি গভর্নর ও শীর্ষ নির্বাহীরা। এর মধ্যে ২০২১ সালের জন্য সর্বোচ্চ মান পেয়ে স্বর্ণপদক পুরস্কার লাভ করেন মোহাম্মদ সালাউদ্দিন তপাদার।
জানা যায়, সালাউদ্দিন তাপাদার করোনাভাইরাস মহামারীর উচ্চতার সময় বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ মোকাবেলায় বিভিন্ন নীতিমালা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার তৈরি বিভিন্ন নীতিমালা প্রয়োগের ফলে কোভিড মহামারী থেকে উদ্ভূত ব্যবসায়িক মন্দা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল।
সালাউদ্দিন তাপাদার ২০০৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। অফ-সাইট সুপারভিশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট ও বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসসহ বিভিন্ন জায়গায় তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ ২০১১ সালে বিআইবিএম থেকে এমবিএম ডিগ্রী অর্জন করেন।