প্রিন্ট করুন প্রিন্ট করুন

স্বর্ণালংকার নিয়ে পলাতক কাজের বুয়া আনোয়ারা থেকে আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আর নিজাম রোডস্থ ৬নং রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় কাজ করতেন মাবিয়া খাতুন। সুযোগ পেয়ে নাজমুল হাসানের বাসা থেকে গত ২১ মে দুই ভরি ওজনের স্বর্ণের একটি হার, একটি চেইন ও দুই জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যান মাবিয়া।
মঙ্গলবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার বটতলী গ্রাম থেকে পাঁচলাইশ থানা পুলিশ মাবিয়াকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় চোরাইকৃত দুই ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। গ্রেপ্তার মাবিয়া বটতলী এলাকার আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে।
পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, পাঁচলাইশ থানাধীন নিজাম রোডস্থ ৬নং রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠতলায় নাজমুল হাসানের বাসায় বুয়ার কাজ করতেন মাবিয়া খাতুন নামের ওই নারী। এ ঘটনায় নাজমুল হাসান বাদী হয়ে মাবিয়াকে আসামি করে থানায় একটি মামলা (নং ১৭/১০৮) দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে। মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী থেকে চোরাই দুই ভরি স্বর্ণালংকারসহ মাবিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।