Print Date & Time : 2 December 2021 Thursday 6:58 am

স্বামী- স্ত্রীর ভালোবসায় অনন্য অপ্সরা


নিজস্ব প্রতিবেদক : স্বামী-স্ত্রীর ভালোবাসা নামে একটি একক নাটকে অভিনয় করেছে সময়ের ব্যস্ত অভিনেত্রী অনন্য অপ্সরা। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। মেঘনা ইলেকট্রনিকসের পরিবেশনায় তৈরি এ নাটকটি ১২ সেপ্টম্বর রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
নাটকটি প্রসঙ্গে অনন্য বলেন, এই নাটকটির গল্প খুবই ভালো। নাটকটিতে আমার সাথে অভিনয় করেছে সাব্বির ভাই। সহ অভিনেতা হিসাবে তিনি অসাধারণ। অন্যান্য শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। আসলে আমরা সবাই চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মহিন খান। প্রধান সহকারী পরিচালক অমিত হাসান। চিত্র গ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ।