প্রিন্ট করুন প্রিন্ট করুন

স্মরণীয়-বরণীয়

প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসানের আজ ১০১তম জন্মবার্ষিকী। তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন। তিনি ড্রইংয়ে দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম লাভ করেন। স্বাধীনতা যুদ্ধকালে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি খুব আলোচিত হয়।

কামরুল হাসান ১৯২১ সালের ২ ডিসেম্বর কলকাতায় জš§গ্রহণ করেন। তার পুরো নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান। তিনি কলকাতার মডেল এমই স্কুল ও কলকাতা মাদরাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

কামরুল হাসান ভৌত অনুশীলনে খুব কৌতূহলী ছিলেন এবং একটি ভৌত অনুশীলন প্রতিযোগিতায় ১৯৪৫ সালে বেঙ্গল চ্যাম্পিয়ন হন। পাকিস্তান আন্দোলনের সময় তিনি যোগদান করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আসেন। 

 কামরুল হাসান চিত্রাঙ্কনের পাশাপাশি বয়েজ-স্কাউট, শরীরচর্চা, ব্রতচারী আন্দোলন, শিশু সংগঠন মণিমেলা, মুকুল ফৌজ ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ১৯৪৭ সালে তিনি ঢাকা চলে আসেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলিত হয়ে ঢাকায় আর্ট স্কুল (চারুকলা) প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকায় চিত্রকলার চর্চা ও প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন আর্ট গ্রুপ। এছাড়া ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের নকশা কেন্দ্রের প্রধান নকশাবিদের দায়িত্ব পালন করেন।

কামরুল হাসান ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন ও বাংলাদেশের স্বাধিকার  আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশ নেন। প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া একটি পোস্টার এঁকে আলোড়ন সৃষ্টি করেন। পোস্টারটির শিরোনাম ছিল ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে।’ ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি মৃত্যুর কয়েক মিনিট আগে তিনি আরেকটি স্কেচ আঁকেন ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ শিরোনামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পটুয়া কামরুল হাসান দেশ-বিদেশে অনেক একক ও বহু যৌথ চিত্র প্রদর্শনীতেও অংশগ্রহণ করেন। চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য কামরুল হাসান অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তার চিত্রকর্ম অবলম্বনে যুগোশ্লাভাকিয়া ও বাংলাদেশ সরকার স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

-কাজী সালমা সুলতানা