প্রিন্ট করুন প্রিন্ট করুন

স্মরণীয়-বরণীয়

খ্যাতিমান সাংবাদিক, পুঁথি সংগ্রাহক ও লোকতত্ত্ববিদ মোহাম্মদ সাইদুর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী আজ। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তিনি লোকসাহিত্য ও লোকশিল্প নিদর্শনসমূহ সংগ্রহ করেন।

মোহাম্মদ সাইদুর রহমান ১৯৪০ সালের ২৮ জানুয়ারি কিশোরগঞ্জের বিন্নগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কুতুবদ্দিন আহমদ ছিলেন লোকগীতি গায়েন ও পুঁথিপাঠক। লোকসংস্কৃতির পারিবারিক আবহে তিনি বড় হয়ে ওঠেন। তিনি ছোটবেলা থেকেই বাংলার লোকসংস্কৃতি সম্পর্কে উৎসাহী হন। সাইদুর রহমানের ছাত্রাবস্থায়ই বামপন্থি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সে সময় তিনি সাংবাদিকতাও শুরু করেন। তিনি সাপ্তাহিক পূর্বদেশ ও সাপ্তাহিক চিত্রালীতে সাংবাদিক হিসেবে কাজ করেন এবং পাশাপাশি কিশোরগঞ্জ বার্তার সম্পাদনার কাজ করেন। ১৯৫৬ সালে মওলানা ভাসানীর কাগমারী সম্মেলনে তিনি জারিগানের দল নিয়ে যোগ দেন। মোহাম্মদ সাইদুর ১৯৬২ সালে বাংলা একাডেমিতে লোকসাহিত্য সংগ্রাহক পদে কাজ করেন। মৈমনসিংহ গীতিকা পড়তে গিয়ে তিনি চন্দ্রাবতীর সন্ধান পান। চন্দ্রাবতী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি সংগ্রাহক হয়ে ওঠেন। পরে তিনি তার বাড়িতেই পুঁথিপত্র থেকে মৈমনসিংহ গীতিকার সন্ধান পান। তিনি ১০টি লোককাহিনি সংগ্রহ ও বাঁধাই করে বাংলা একাডেমিতে জমা দেন। বাংলা একাডেমি, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের লোকশিল্প সংগ্রহে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

বাংলাদেশের প্রায় গ্রামে ঘুরে তিনি গীতিকবিতা, কাহিনি, পুঁথি ও কেচ্ছার কথক ও লেখন সংগ্রহ করেন। এগুলোর সমন্বয়ে কয়েকটি গ্রন্থ সংকলন করেন। এছাড়া তিনি  শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাহচর্যে থেকে নকশিকাঁথার একটি ভাণ্ডার গড়ে তোলেন। সাইদুর রহমান তার নিজ গ্রামে একটি লোকশিল্প জাদুঘর গড়ে তোলেন। ১৯৭৪ সালে  বাংলা একাডেমিতে তার একক লোকশিল্প সংগ্রহ প্রদর্শনী হয়। ১৯৮৮ সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল আর্ট গ্যালারিতে ওপেন এয়ার প্রদর্শনীতে তার লোকশিল্প সংগ্রহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীনের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে করা ‘নকশিকাঁথা প্রদর্শনী’ করেন। তিনি লোকশিল্পের বিষয়ভিত্তিক সচিত্র ইংরেজি প্রবন্ধ প্রকাশ করেন। সাইদুর রহমান ২০০১ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০০২ সালে কারুশিল্পী পরিষদ থেকে সম্মাননা অর্জন করেন। ২০০৭ সালে ৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

কাজী সালমা সুলতানা