‘এত সুর আর এত গান’ ছাড়া আর কোনো গান যদি তিনি নাও গাইতেন, তবুও বাঙালি সংগীতানুরাগীরা তাকে মনে রাখতেন। যেসব গান আজও অনেককে নস্টালজিক করে, যেসব গান আজও অনেকে প্রায়ই গুনগুন করে গেয়ে ওঠেন, তার অন্যতম এই ‘এত সুর আর এত গান’। হ্যাঁ, সুবীর সেনের কথাই বলা হচ্ছে। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।
উল্লিখিত গানটি ছাড়াও গত শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় এই গায়কের কণ্ঠ থেকে অনেক জনপ্রিয় গান উপহার পেয়েছেন বাংলা ও হিন্দিভাষী শ্রোতারা।
পঞ্চাশ দশক থেকে মুম্বাই ও কলকাতার অন্যতম সঙ্গীতশিল্পী সুবীর সেন আধুনিক বাংলা গানে এনেছিলেন রোমান্টিকতার ছোঁয়া।
তার গাওয়া জনপ্রিয় বাংলা গানের মধ্যে রয়েছেÑ‘এত সুর আর এত গান’, ‘ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন
রঙিন’, ‘মোনালিসা, তুমি কে বলো না’, ‘নয়
থাকলে আরো কিছুক্ষণ’, ‘হয়তো তোমার অনেক
ক্ষতি করেছি’ ইত্যাদি।
হিন্দি সিনেমার জন্য লতা মুঙ্গেশকরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গানÑ‘ধীরে চালাও জারা’ সিনেমার ‘আস কা পানছি’,
‘মাসুম’ সিনেমার ‘হামে উন রাহো পার চালনা হ্যায়’, ‘ছোটি বেহেন’ সিনেমার ‘ম্যায় রাঙ্গিলা
প্যায়ার কা রাহি’ ইত্যাদি।