টেলকো-টেক ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট প্রভৃতি নিয়ে আসতে পারে নকিয়া এমন খবর অনেক আগেই ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। কেনইবা নয়? বেসিক ফোন হিসেবে সস্তা ও টেকসই হওয়ায় জনপ্রিয়তার শীর্ষে ছিল নকিয়া। বিশ্বের প্রায় সব দেশে একচেটিয়া মোবাইলসেবা দিতো নকিয়া। স্মার্টফোনযুগে সেখানে কিছুটা ভাটা পড়লেও নকিয়া নিয়ে টেক জায়ান্টদের আগ্রহ ঠিকই ছিল।
এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ফিনিশ কোম্পানির মোবাইল ডিভিশন কিনে নেয় মাইক্রোসফট। মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজে নকিয়া লুমিয়া সিরিজের স্মার্টফোন আসে বাজারে। চুক্তি অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত নকিয়া নামে কোনো ফোন আনতে পারেনি ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
চুক্তি শেষ। তাই চারদিকে গুঞ্জন নকিয়ার অ্যানড্রোয়েড স্মার্টফোন নিয়েÑনতুন বছরে পাঁচটি অ্যানড্রোয়েড ফোন আনতে পারে নকিয়া। ২০১৭ সালে তাদের চমক দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব। ইতোমধ্যে অ্যানড্রোয়েড স্মার্টফোন নকিয়া সিক্সের ছবিও প্রকাশ হয়েছে। তবে তাদের প্রথম বাজার হবে চীন। ২৪৬ ইউএস ডলার বা ১ হাজার ৬৯৯ ইউয়ানে চীনে বিক্রি হবে নকিয়া সিক্স।
গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রোয়েড সংবলিত নকিয়া স্মার্টফোন প্রস্তুত করবে ফক্সকন। তাইওয়ানের বহুজাতিক প্রতিষ্ঠান এ ফক্সকন। জেডিডটকমের মাধ্যমে সেটটি বিক্রি করা হবে। ফেব্রুয়ারির ২৭ থেকে মার্চের ২ তারিখ পর্যন্ত বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ্যে আসবে নকিয়ার উ১ঈ অ্যানড্রোয়েড ফোন। এ মডেলে দুটি ভেরিয়েন্ট থাকতে পারে। ডিসপ্লে, ক্যামেরা ও স্টোরেজের ওপর নির্ভর করবে এর দাম। ৫ থেকে সাড়ে ৫ ইঞ্চি স্ক্রিনের এ ফোনে রেজ্যুলেশন হবে সম্পূর্ণ এইচডি। থাকতে পারে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ও দুই জিবি র্যাম। এছাড়া বছরের মাঝামাঝিতে আরও চারটি স্মার্টফোন আনবে এইচএমডি গ্লোবাল। তবে বছরের শেষ নাগাদ নকিয়া অ্যানড্রোয়েড স্মার্টফোনের সংখ্যা দাঁড়াতে পারে সাতে।