প্রিন্ট করুন প্রিন্ট করুন

হজের খরচ কমানো হলো ১১ হাজার ৭২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক : অবশেষে পবিত্র হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি নিবন্ধনের সময়ও বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। আজ বুধবার (২২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ৭২৫ টাকা। সরকারি ব্যবস্থাপনায় মিনার তাবু সি ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, তাই সরকারি প্যাকেজ মূল্য ৪১৩ সৌদি রিয়াল সমপরিমাণ ১১ হাজার ৭২৫ টাকার কমানো হলো। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হলো। আর বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকায় নির্ধারিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ ২০২৩ পর্যন্ত বর্ধিত করা হলো।

আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। আগামী ২১ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। এ ছাড়া এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।