Print Date & Time : 12 August 2022 Friday 12:39 am

হঠাৎ ইনজুরিতে সাকিব

 

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে পুরোদমে মিরপুরে চলছে ক্রিকেটারদের অনুশীলন। সবার ব্যস্ততায় কাটছে সময়। কিন্তু এর মাঝে টাইগার শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে সাকিব আল হাসানের হঠাৎ ইনজুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে (বিসিবি) গতকাল জানা গেল, শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকায় বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে ভয়ের কিছু নেই। এরই মধ্যে পা ব্যান্ডেজ করে দিয়েছেন ডাক্তার। ৪৮ ঘণ্টা এভাবে থাকবে। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি।

আগামী আগস্টে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। পরের মাসে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়াবে টাইগাররা। এ দুই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। তাদের অধিকাংশ ক্রিকেটাররাই মিরপুরে প্রতিদিন ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের অধীনে ফিটনেস ক্যাম্প করছে। সেখানে অন্য সবার মতো চনমনে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু হঠাৎ করেই গতকাল তাকে দেখা গেল খুঁড়িয়ে হাঁটতে। এরপরই খোঁজ নিয়ে জানা গেল বিস্তারিত ঘটনা। বিশ্বসেরা অলরাউন্ডারের ইনজুরি নিয়ে কোনো চিন্তা নেই। এ নিয়ে গতকাল বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘৪৮ ঘণ্টা পর ডাক্তার ব্যান্ডেজ খুলতে বলেছেন। সুস্থ হতে সাকিবের সপ্তাহখানেক লাগতে পারে।’

যদিও সাকিবের ইনজুরির ধরন সম্পর্কে শুধু এটুকু জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। আঘাতের ধরন দেখতে স্ক্যান করা হবে। রিপোর্ট পাওয়ার পরই পুরোপুরি বিষয়টা জানা যাবে। ততক্ষণ পুরো বিশ্রামে থাকবেন টাইগার এ অলরাউন্ডার।