Print Date & Time : 19 May 2022 Thursday 11:37 pm

হঠাৎ করেই সেরেনার বাগদান

ক্রীড়া ডেস্ক: টেনিসের কিংবদন্তিদের নাম নিতে গেলে নিশ্চিত করেই উঠে আসবে সেরেনা উইলিয়ামসের নাম। সবগুলো গ্র্যান্ডসøামই জিতেছেন তিনি। এবার ব্যক্তিগত জীবনেও পূর্ণতা পেলো। ২২টি গ্র্যান্ডসøামজয়ী এই মার্কিনি ‘আই ডু’ বলতে যাচ্ছেন। নতুন বছর শুরুর আগে প্রেমিক অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে আঙটি বদল করে নিলেন তিনি। তার হবু স্বামীও ব্যক্তিগত জীবনে দারুণ সফল। ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

সেই রেড্ডিটেই নিজের অ্যাকাউন্টে সেরেনা সে কথা জানাতে গিয়ে লজ্জায় লাল হলেন। তিনি লিখেছেন, ‘আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। একজন আমার ব্যাগ গুছিয়ে রেখেছিল। আমাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে রেখেছিল। আমরা দুজন মিলে গিয়েছিলাম রোমে। দারুণ সেসব জায়গায় যেখানে দুটি তারা একসঙ্গে মিলে গেল। প্রথমবার যেখানে আমাদের দেখা হয়েছিল, ঠিক সেখানেই ঘটলো ঘটনাটি। এবার ওর কথাতেই সেখানে গেলাম। ও আমাকে চারটি শব্দের একটা বাক্য বললো। আমি বলে দিলাম ‘হ্যাঁ’। তার এমন স্ট্যাটাস শেয়ারের হিড়িক পড়ে গেছে।’

এরপর স্ট্যাটাস দিলেন রেড্ডিটের সহ-প্রতিষ্ঠাতা সেরেনা হবেন যার ঘরণী। লিখলেন, ‘তোমার এই হ্যাঁ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষে পরিণত করলো।’

বাগদান হয়ে গেলেও বিয়ের তারিখ অবশ্য এখনও ঠিক করেননি দুজন। তবে নতুন বছর শুরুর আগে ভক্তদের বেশ চমকেই দিলেন ৩৫ ছাড়ানো সেরেনা। বর্তমানে মেয়েদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। বিয়ে করলেও সহসা খেলা ছাড়তে রাজি নন তিনি। ফিটনেস ধরে রেখে টেনিস কোর্টে ঝড় তুলতে চান তিনি।