শোবিজ ডেস্ক: রাজশাহীতে কোনো সিনেমা হল নেই বর্তমানে। সর্বশেষ সিনেমা হল উপহারও বন্ধ হয়েছে গত ১২ অক্টোবর থেকে। বিস্ময়কর ব্যাপার হলো, এতসব সমস্যার পরও রাজশাহীতে মুক্তি পাচ্ছে ‘দহন’ সিনেমা।
উপহার সিনেমা হলটি যেন বন্ধ না হয় সে কারণে রাজশাহীতে মানববন্ধনও করেছেন স্থানীয় চলচ্চিত্রপ্রেমীরা। তাতে কোনো কাজ হয়নি। গত ৪ নভেম্বর থেকে প্রাচীন এ হল ভবনটি ভাঙার কাজ শুরু হয়। যতদিন না অন্য কোনো প্রেক্ষাগৃহ বা সিনেপ্লেক্স তৈরি হয়, ততদিন রাজশাহী শহরের দর্শকরা বড়পর্দায় আপাতত কোনো নতুন সিনেমা দেখার সুযোগ পাবেন না বলে হতাশা প্রকাশ করেছিলেন অনেকে। আগামীতে অল্প সময়ের ব্যবধানে এমন কিছু গড়ে ওঠার সম্ভাবনাও বেশ ক্ষীণ। এমন সংকটের ভেতর নতুন পথ দেখাচ্ছে ৩০ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দহন’। ছবিটির প্রযোজক-পরিবেশক আবদুল আজিজ গতকাল বৃহস্পতিবার জানান, সব শঙ্কা পাশ কাটিয়ে দেশের অন্য জেলা শহরগুলোর মতো রাজশাহী নগরীতেও মুক্তি পাচ্ছে ‘দহন’। তার ভাষায়, ‘রাজশাহীতে উপহার নেই বলে আমরা থেমে থাকব, তা তো হয় না। ‘দহন’ ছবিটি দেখার জন্য সেই শহরের মানুষের মধ্যেও প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে। সেটিকে উপেক্ষা করার সুযোগ নেই। তাই বিকল্প রাস্তায় আমরা ছবিটি সেই শহরে পাঠাচ্ছি। তবে সেখানে ছবিটি মুক্তি দিচ্ছি এক দিন পর, ১ ডিসেম্বর থেকে।’ জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলবে ‘দহন’। প্রতিদিন থাকছে তিনটি করে শো। শো টাইম দুপুর ১২টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টা। এ শোগুলোর টিকিটমূল্য ধরা হয়েছে ১০০ ও ৬০ টাকা, যা সংগ্রহ করা যাবে শো শুরুর আগে মিলনায়তনের সামনে থেকে। প্রযোজক আবদুল আজিজ জানান, এরই মধ্যে ঢাকার বেশ কিছু সিনেমা হলে মুক্তির প্রথম দিনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহদেম ও পূজা চেরী জুটি। আরও আছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ। ৩০ নভেম্বর ছবিটির মুক্তির প্রস্তুতি রয়েছে দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে। তবে পর্যায়ক্রমে এটি দেশের দুই শতাধিক হলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জাজ মাল্টিমিডিয়ার। এছাড়া দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যেও ছবিটির মুক্তির কথা রয়েছে।
